পর্দা নামল কান উৎসবের, পুরস্কার হাতে সেরাদের উচ্ছ্বাস

বিনোদন ডেস্কঃ সেরা ছবির ঘোষণার মধ্য দিয়ে কানের ৭০তম আসরের সমাপ্তি ঘটল। সবাইকে তাক লাগিয়ে দিয়ে সেরা ছবির পুরস্কার জয় করে নিলেন সুইডিশ নির্মাতা রুবেন অস্টালুন্ড। বর্ষীয়ান নির্মাতা মাইকেল হানেকের ‘হ্যাপি এন্ড’ ও এবারের আলোচিত নির্মাতা আন্দ্রেই জিগনাতসিয়েভের ‘লাভলেস’কে ছাপিয়ে সেরা ছবির স্বীকৃতি পেল রুবেনের ‘দ্য স্কয়ার’। সেইসাথে সমাপ্তি হল এবারের আসরের সকল জল্পনা কল্পনা। দ্বিতীয় সেরা ছবি হিসেবে পুরস্কৃত হয়েছে নির্মাতা রবিন কাম্পিলোকের ‘বিটস পার মিনিট’ আর স্বর্ণপামের অন্যতম দাবিদার ছিলেন রাশিয়ার আন্দ্রেই জিগনাতসিয়েভের ‘লাভলেস’ জিতেছে জুরি পুরস্কার। দু’বার স্বর্ণপাম জয়ী মাইকেল হানেকি পরিচালিত ‘হ্যাপি এন্ড’ ফিরেছে শুন্য হাতে। সেরা পরিচালক হিসেবে স্বীকৃতি পেয়েছেন ‘দ্য বিগাইল্ড’ ছবির নির্মাতা সোফিয়া কপোলা। ফাতেহ আকিনের ‘ইন দ্য ফেড’ ছবিতে অভিনয় করে সেরা অভিনেত্রী হয়েছেন ডায়েন ক্রুজার আর ‘ইউ অয়্যার রিয়েলি নেভার হিয়ার’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন জোয়াকিম ফিনিক্স।


যৌথভাবে সেরা চিত্রনাট্যকার পুরস্কার ভাগাভাগি করে নিয়েছেন ‘ইউ ওয়্যার নেভার রিয়েলি হিয়ার’ ছবির নির্মাতা লিন রামসে এবং ‘দ্য কিলিং অব দ্য স্যাক্রেড ডিয়ার’ ছবির জন্য গ্রিসের ইওর্গস লানতিমস। সেরা স্বল্পদৈর্ঘ্য ছবির স্বর্ণপাম জিতেছে চীনা নির্মাতা  কিয়াই ইউ ইয়াং পরিচালিত ১৫ মিনিট ব্যাপ্তির ছবি ‘অ্যা জেন্টেল নাইট’। ক্যামেরা দ’র জিতেছেন জুন ফেমে।


৭০ তম আসরের বিশেষ জুরি পুরস্কার জিতেছেন নিকোল কিডম্যান।
সমাপনী অনুষ্ঠানে এবারের আসরকে ঘিরে কিছু দৃশ্য নিয়ে নির্মিত ভিডিওচিত্র প্রদর্শন হয়। ‘মাস্টার অব সিরিমনিস’  হিসেবে এ অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন আরেক বর্ষীয়ান অভিনেত্রী মনিকা বেলুচ্চি। সেইসাথে দেখানো হয় এবারের সেরা ছবি ‘দ্য স্কয়ার’।

Check Also

মাহির সেই ভিডিও প্রকাশ করেছিলেন অভিনেত্রী রিমু

সংবাদবিডি ডেস্ক ঃ সম্প্রতি ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী সামিরা খান মাহির মেকাপ ছাড়া একটি …