ঢাকা: সাভারের মধ্যগেন্ডা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে পুলিশি অভিযান শেষ হয়েছে। বোমা নিষ্ক্রিয়কারী দল সূত্রে জানা গেছে, ওই আস্তানায় থাকা তিনটি সুইসাইডাল ভেস্ট ছিল। সেগুলোতে থাকা বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করা হয়। এসময় বাড়িটিতে মোট ১০টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায় বেলা ১২টার দিকে। দ্বিতীয় বিস্ফোরণ দুপুর ১টা, তৃতীয় বিস্ফোরণ ১টা ১৯ মিনিট, চতুর্থ দফা ১টা ২৫ মিনিট এবং পঞ্চম বিস্ফোরণ হয় ১টা ৩১ মিনিটের দিকে। দশম বিস্ফোরণটি ঘটানো হয় দুপুর সোয়া দুইটায়। বাড়িটিতে কী পরিমাণ বিস্ফোরক আছে তা এখনো জানা যায়নি। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই বাড়িতে প্রবেশ করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ডেপুটি কমিশনার মহিবুল ইসলাম খানের নেতৃত্বে বোমা নিষ্ক্রিয়কারী দল। এর আগে ওই বাড়ির আশপাশ থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সও নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া পাশের মধ্য গেণ্ডা এলাকার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মধ্যগেন্ডা এলাকার আনোয়ারের পাঁচ তলা একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। এর পরপরই পুলিশের দলটি ওই বাড়ি থেকে দুইশ গজ দূরে সাকিবের বাড়িতে অভিযান শুরু করে। এসময় তারা সাকিবের ছয় তলা বাড়ির নিচতলা ও দ্বিতীয় তলায় অভিযান চালায়। সিটিটিসির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বাড়িটির দুটি ফ্ল্যাটে কোনও জঙ্গি নেই।