ত্রিদেশীয় সিরিজ শেষে এবার টাইগারদের লক্ষ্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭। আর তাই বৃহস্পতিবার সন্ধ্যায় টুর্নামেন্টের আয়োজক দেশ ইংল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ দল। আয়ারল্যান্ডের ডাবলিন থেকে ১ ঘণ্টার ভ্রমণ শেষে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় বার্মিংহামে পা রাখেন মাশরাফি-মুশফিকরা।
আয়ারল্যান্ড সফরে দলে থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান, অল-রাউন্ডার নাসির হোসেন ও পেসার শুভাশিস রায়। তবে নাসির ও শুভাশিস ফিরে আসলেও দলের সঙ্গে থাকছেন নুরুল। বিকল্প উইকেটরক্ষকের প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে পেতে তাকে তৈরি রাখতেই দলের সঙ্গে তাকে রাখছে টিম ম্যানেজমেন্ট।
এদিকে, শুভাশিস দলের সঙ্গে বার্মিংহাম গেলেও ব্যক্তিগত কাজে ডাবলিনেই থেকে গেছেন নাসির। আগামীকাল দেশের বিমান ধরবেন দুজনই।
আগামী ২৭ মে পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। একই মাঠে ৩০মে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ভারত। এরপর ১ জুন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা।
আগের দিনই বিদেশের মাটিতে প্রথমবারের মত নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। ফলে চ্যাম্পিয়নস ট্রফিতে মাঠে নামার আগে দারুন আত্মবিশ্বাসী টাইগাররা। শুধু তাই নয়, এই জয়ে বিশ্ব র্যাঙ্কিংয়ে উন্নতির সাথে ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলার সম্ভাবনাটাও বেড়ে গেছে ঢের। টাইগাররা এখন বিশ্বের ৬ নম্বর দল।
চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল :
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুশফিকুর রহীম (উইকেটকিপার), ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, শফিউল ইসলাম, সাকিব আল-হাসান, সৌম্য সরকার, তামিম ইকবাল, সানজামুল ইসলাম, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত ও মেহেদী হাসান মিরাজ।