নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৫ লাখ টাকা মূল্যের দেড়কেজি ওজনের স্বর্ণবার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম।
এ সময় আমিনুল হক নামের একজন মালয়েশিয়া ফেরত যাত্রীকে আটক করা হয়। আমিনুল পরচুলায় করে অভিনব পদ্ধতিতে স্বর্ণ বহন করছিলেন।
মঙ্গলবার রাতে ওই যাত্রীকে বিমানবন্দরের গ্রীন চ্যানেলের পাশ থেকে আটক করা হয়। তার বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে। তিনি পেশায় একজন আদম ব্যবসায়ী।
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার আহসানুল কবির জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ওই ব্যক্তি মালয়শিয়া হতে মালিন্দ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। বিমানবন্দরের গ্রীন চ্যানেল অতিক্রম করার সময় কাস্টম হাউসের সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি স্বর্ণ বহনের কথা অস্বীকার করেন। পরবর্তীতে আর্চওয়েতে পরীক্ষা করার সময় তার সাথে কোন ধাতব বস্তু বহনের বিষয়ে নিশ্চিত হওয়া যায়।
পরে খেয়াল করে দেখা যায়, তিনি আসলে পরচুলা পরিহিত। তার মধ্যে লুকিয়ে স্বর্ণ পাচার করছিলেন। তার কাছ থেকে দেড়কেজি ওজনের ১৩ পিস স্বর্ণবার উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য ৬৫ লাখ টাকা।
তিনি আরো জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Check Also
রাজধানীতে কৃষকদল নেতাকে তুলে নেওয়ার অভিযোগ
সংবাদবিডি ডেস্ক ঃ কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ তুলে …