চাঁপাইনবাবগঞ্জের ৩টি জঙ্গি আস্তানার মধ্যে একটির অভিযান শেষ, আটক ৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ২টি গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে তিনটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব। গ্রামগুলো হল চানপুর চকপোস্তম, বালুগ্রাম ও শিমুলতলা।
তিনটি বাড়ির মধ্যে একটি বাড়িতে অভিযান শেষ করেছে র‌্যাব। অভিযানে একজনকে আটক করার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২৩ মে) দিবাগত রাতে জঙ্গিবিরোধী অভিযানে তিন জঙ্গিকে আটক করা হয়।
তাদের কাছ তিন কেজি গান পাউডার, একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন জব্দ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫-এর কোম্পানি কমান্ডার এ কে এম এনামুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
এনামুল করিম বলেন, এই তিন জঙ্গির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই তিনটি বাড়ি ঘিরে রাখা হয়েছে। আমরা ধারণা করছি, এই তিনটি বাড়িতে জঙ্গিরা রয়েছে।’
এনামুল করিম জানান, ঘিরে রাখা বাড়ি তিনটির কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলেই পৌঁছালেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
প্রসঙ্গত, এর আগে গত ২৬ এপ্রিল ভোর থেকে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর এলাকার একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে।

Check Also

ভালুকায় ৫ শতাধিক শীতার্তদের মাঝে যুবলীগ নেতা সজীবের কম্বল বিতরণ

ভালুকা প্রতিনিধি ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভালুকায় যুবলীগের উদ্যোগে প্রতিবন্ধী …