স্পোর্টস ডেস্ক:ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টের পর খেকেই মুশফিকের কিপিং নিয়ে বেশি আলোচনা হচ্ছে। বিশেষ করে ভারতের উইকেটরক্ষক সাহার সহজ স্টাম্পিং মিসের বিষয়টিকে ভালোভাবে নিতে পারেননি ক্রিকেটপ্রেমীরা। এরপর থেকেই আলোচনায় মুশফিকের কিপিং। বিসিবি সভাপতি অবশ্য বেশ কয়েকবার জানিয়েছিলেন ব্যাটসম্যান মুশফিককে চাপমুক্ত করতে কিপিংয়ের দায়িত্ব থেকে মুক্তি দেবেন! অথচ তিনটি দায়িত্ব (ব্যাটিং-কিপিং-অধিনায়কত্ব) পালনের পরও বোলিং করতে ইচ্ছে মুশফিকের!
রবিবার এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমিতো তিনটি দায়িত্বই উপভোগ করি। আমারতো বোলিং করতেও ইচ্ছে করে। মাঝে মাঝে ভাবি, এতে যদি দলের উপকার হয়! কিন্তু আমি ইচ্ছে করলেই তো সব কিছু হবে না। ’
নিউজিল্যান্ড সফর ও ভারত সফরে বিদেশি অনেক সাবেক ক্রিকেটার প্রশ্ন তুলেছিলেন বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান কী করে এত নিচে ব্যাটিং করেন। বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট অবশ্য সব সময়ই বলে আসছিল দলের স্বার্থেই ব্যাটিং অর্ডার সাজানো হয়। তাই শ্রীলঙ্কা সফরের প্রাক্কালে মুশফিকের নিজেরই ব্যাটিং অর্ডার উপরে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেছেন, ‘আমি আগে সাত নম্বরে ব্যাটিং করতাম। দলের কম্বিনেশন এখন খুব ভালো। তো আমি উপরে ব্যাটিং করবো কিনা, সেটা ম্যানেজমেন্টের ব্যাপার। টপ অর্ডারে যারা আছে, তারা ভালো করছে না বলেই হয়তো এ কথা আসছে। উপরে ব্যাটিং করবো কিনা- এ নিয়ে চিন্তা আছে। ভবিষ্যতে যদি সে রকম কোনও পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে হয়তো হতে পারে। উপরে হয়তো পাঁচ বা ছয় নম্বরে ব্যাটিং করার সুযোগ হতে পারে। দলের স্বার্থে যদি করতে হয়, তাতে আমি রাজি। ’