ঢাকা মহানগর পুলিশ এর তিন এডিসিকে বদলি

শাহরিয়ার রাজ:ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদের তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সম্প্রতি ডিএমপির উপ–কমিশনার (ডিসি-সদর দফতর ও প্রশাসন) আশরাফুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এ বদলির আদেশ জারি করা হয়েছে।

বদলি হওয়াদের মধ্যে এডিসি (কোয়ার্টার মাস্টার) সালমা সৈয়দ পলিকে কমিশনার কল্যাণ বিভাগে, এডিসি (ফোর্স) সৈয়দ রফিকুল ইসলামকে কমিশনার কোয়ার্টার মাস্টার বিভাগে এবং এডিসি মো. সোহেল রানাকে এডিসি কমিশনার ফোর্স বিভাগে পাঠানো হয়েছে।

অবিলম্বে এ আদেশ কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে বলেও ওই আদেশে উল্লেখ করা হয়।

Check Also

অগ্রণী ব্যাংকের এমডিসহ ৫ শীর্ষ কর্মকর্তার কারাদণ্ডের রায় স্থগিত

সংবাদবিডি ডেস্ক ঃ আদালতের আদেশ অমান্য করায় অগ্রণী ব্যাংকের এমডি মো. মুরশেদুল কবীরসহ পাঁচ শীর্ষ …