সম্পাদক মন্ডলীর সভা,আ.লী‌গের নতুন সদস্য হ‌তে কেন্দ্রের অনুম‌তি লাগ‌বে

ঢাকা:আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের ব‌লেছেন, অন্য দল থে‌কে আওয়ামী লী‌গে যোগ দি‌তে কেন্দ্রের পূর্ব অনুম‌তি লাগ‌বে এছাড়া সদস্যের স্বীকৃতি হ‌বে না।

সোমবার দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যাল‌য়ে সম্পাদক মন্ডলীর সভা শে‌ষে সাংবা‌দিকদের তি‌নি এ কথা ব‌লেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ব‌লেন, যারা সদস্য আ‌ছে তারা নবায়ন করবেন এবং তারা নতুন সদস্য সংগ্রহ কর‌বে। দল ভারী করার জন্য সাম্প্রদায়িক অপশক্তিকে দ‌লে ঢুকা‌নোর অপ‌চেষ্টা‌কে বিরত রাখ‌তে হ‌বে কেউ এধর‌নের কাজ কর‌লে তার বি‌রুদ্ধে কেন্দ্র কঠোর ব্যবস্থা নি‌বে।

এ সময় আওয়ামী লী‌গের মূল উদ্দেশ্যর কথা উ‌ল্লেখ ক‌রে তি‌নি ব‌লেন, আমা‌দের মেইন উ‌দ্দেশ্য হ‌লো আগামী নির্বাচন এবং জনগনকে সা‌থে নি‌য়ে সাম্প্রদা‌য়িক জঙ্গি বিশ বৃক্ষ কে ধ্বংস করা। কোন ম‌তে জঙ্গি কে এ‌দে‌শে ঠাই দেওয়া যা‌বে না।

রাজনী‌তি‌তে অপরাজনী‌তি ঢুকা‌বেন না ‌বিএন‌পি চেয়ারপার্সন খা‌লেদা জিয়ার কথা উ‌ল্লেখ ক‌রে তি‌নি ব‌লেন, অপরাজনী‌তি তো আপ‌নি ঢু‌কি‌য়ে‌ছেন বাংলা‌দে‌শে অপরাজনী‌তি বিএন‌পি ঢু‌কি‌য়ে‌ছে যারা অপরাজনী‌তি শুরু ক‌রে‌ছেন তা‌দের মু‌খে একথা মানায় না।

মওদুদকে উ‌দ্দেশ্য ক‌রে মন্ত্রী ব‌লেন, যে বা‌ড়ি‌তে আ‌ছেন আদালত তো তা অ‌নেক আ‌গেই ছে‌ড়ে দেওয়ার নি‌র্দেশ দি‌য়ে‌ছে আ‌গে নি‌জে আইন মানুন প‌রে আইনের শাস‌নের কথা ব‌লেন।

‌বিদ্যুৎ ও ওয়াসা সংশ্লিষ্টদের অনু‌রোধ ক‌রে তি‌নি ব‌লেন, রোজার সময় ইফতার, তারা‌বি এবং সেহরীর সময় যা‌তে পা‌নি ও বিদ্যুৎ এর সমস্যা না হয় তার দি‌কে খেয়াল রাখ‌বেন।এবং রোজার সময় দ্রব্যমূল্য সহনীয় রাখার জন্য ব্যবসায়ীদের অনু‌রোধ ক‌রে‌ছেন।

এ সময় নির্বাচ‌নের উপক‌মি‌টির কথা উ‌ল্লেখ ক‌রে তি‌নি ব‌লেন, আজ‌কের সভায় নির্বাচ‌নের উপক‌মি‌টি নি‌য়ে আ‌লোচনা হ‌য়ে‌ছে উপক‌মি‌টির চেয়ারম্যান কে হ‌বে তা ঠিক করা হ‌য়ে‌ছে। নেত্রী দে‌শে এসে ঈ‌দের আ‌গেই উপক‌মি‌টির সদস্য কে কে হ‌বে এবং চেয়ারম্যান এর নাম ঘোষণা কর‌বেন।

Check Also

সংরক্ষিত মহিলা আসনে কারো সঙ্গে জোট করবে না জাপা

সংবাদবিডি ডেস্ক ঃ দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে কারো সঙ্গে জোট করবে না …