ঢাকা: টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইনডিপেনডেন্ট টিভির চেয়ারম্যান সালমান এফ রহমান। আর সংগঠনটির সিনিয়ন সহ-সভাপতি ও সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ৭১ টিভির মোজাম্মেল বাবু এবং দেশটিভির আরিফ হাসান।
গতকাল রাজধানীর একটি হোটেলে সমঝোতার ভিত্তিতে অ্যাটকোর নতুন এ কমিটি গঠন করা হয়। এর আগে অ্যাটকোর ১৫টি পরিচালক পদের মধ্যে ১৪ জন পরিচালক হিসেবে নির্বাচিত হন। নির্বাচিত এই ১৪ জনই নতুন কমিটিকে নির্বাচিত করেন।
নির্বাচিত ১৪ জন পরিচালক হলেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান, এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী, আরটিভির চেয়ারম্যান মোর্শেদ আলম এমপি, ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, নিউজ টোয়েন্টিফোরের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, একুশে টিভির আবদুস সামাদ, বৈশাখী টিভির টিপু আলম, বাংলাভিশনের আবদুল হক, সময় টিভির মোহাম্মদ হাসান, চ্যানেল ২৪-এর শেখ কবির হোসেন এবং গান বাংলা টিভির ফারজানা মুন্নী।