অত্যাধুনিক খাদ্যগুদাম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : বগুড়ার সান্তাহারে বহুতল বিশিষ্ট অত্যাধুনিক খাদ্যগুদাম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার দুপুর ১২টা ২০ মিনিটে হেলিকপ্টারে তিনি সান্তাহারের সানজিদা খেলার মাঠে অবতরণ করেন। এর পর তিনি বহুতল বিশিষ্ট অত্যাধুনিক খাদ্যগুদাম উদ্বোধন করেন।

এর আগে ২০১৫ সালের ২৫ নভেম্বর প্রধানমন্ত্রী বগুড়ায় এসেছিলেন। বিকেল ৩টায় তিনি সান্তাহার স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

Check Also

সব জায়গায় চাঁদাবাজি ও মজুতদারি বন্ধ করতে হবে

সংবাদবিডি ডেস্ক ঃ স্থানীয় জনপ্রতিনিধিদের সব জায়গায় চাঁদাবাজি এবং মজুতদারি বন্ধ করতে কঠোর নির্দেশনা দিয়েছেন …