ইজতেমার সাফল্য কামনা বিএনপির

সংবাদবিডি ডেস্ক ঃ

বিশ্ব ইজতেমার সার্বিক সাফল্য কামনা করে বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রিজভী বলেছেন, আগামীকাল (শুক্রবার) থেকে শুরু হওয়া বিশ্ব ইজতেমার সার্বিক সাফল্য কামনা করছি। দেশ-বিদেশ থেকে আসা ইজতেমা ময়দানে লাখো লাখো মুসলমান যাতে নির্বিঘ্নে নামাজ ও জিকির-আজগার করতে পারেন, সেজন্য কায়মনোবাক্যে মহান আল্লাহর দরবারে মোনাজাত করছি।

তুরাগ নদীর পাড়ে বিশ্ব ইজতেমা ধর্মপ্রাণ মুসলমানদের আত্মিক উন্নতি সাধনের এক অনন্য সম্মিলন উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, নিজের মনকে পরিশুদ্ধ করতে এবং আল্লাহর অনুগ্রহ লাভ করার জন্য ধর্মপ্রাণ মুসলমানরা এই জমায়েতে অংশ নেন। মুমিন মুসলমানদের এই ঐতিহাসিক জমায়েতে আমি বিশ্ব মুসলিমদের নিরাপত্তা, কল্যাণ ও শান্তির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি।

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …