সাংবাদিক শিমুল হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি

ডেস্ক রিপোর্ট: সাংবাদিক শিমুল হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানিয়েছেন দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার।
শনিবার বিকেলে সিরাজগঞ্জে সাংবাদিক শিমুলের বাড়িতে স্বজনদের সমবেদনা জানাতে যান তিনি। এসময় তিনি সাংবাদিকতা পেশাকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে, সাংবাদিকদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য আইন করার দাবিও জানান।
গত ৩ ফেব্রুয়ারি শাহজাদপুরে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল হাকিম শিমুল।

Check Also

বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল …