আদালত প্রতিবেদক ঃ
দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বাসায় ফিরতে পারেন ।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বাসায় আনার পরও মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা অব্যাহত থাকবে।
গত বছরের ৯ আগস্ট থেকে বিএনপির নেত্রী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল মঙ্গলবার মেডিকেল বোর্ড তাকে হাসপাতাল থেকে বাসায় নেওয়ার সিদ্ধান্ত দেয়।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গতকাল ঢাকা পোস্টকে বলেন, ম্যাডামের মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানিয়েছেন— বিকেলের দিকে ম্যাডামকে বাসায় আনা হতে পারে।
দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন। দুই বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন তিনি।