ধ্বংসস্তূপের ভেতর থেকে ভয়ার্ত ছেলের প্রশ্ন ‘মা তুমি ঠিক আছো?’

সংবাদবিডি ডেস্ক :

তুরস্ক ও সিরিয়ায় সোমবার ভয়াবহ ভূমিকম্পের পর এখন চলছে জীবিত ও মৃতদের উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপের নিচ থেকে এখন আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে।

এরমধ্যে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া অনেকে নিজেদের মোবাইল ফোনে ভিডিও করে বাঁচার আকুতি জানিয়ে সাহায্যের আবেদন জানাচ্ছেন। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায় এক যুবক ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। তিনি ভিডিওতে সাহায্য চাচ্ছেন। সঙ্গে জিজ্ঞেস করছেন ‘মা তুমি ঠিক আছে?’

“বন্ধুরা, আমরা ভূমিকম্পে ধসে পড়া ভবনের নিচে আটকে আছি। মা! তুমি ঠিক আছো! বল তুমি কি কোথাও আছো। দয়া করা সাহায্য করুন! এরপর নিজের বাড়ির ঠিকানা বলে সে ভিডিওটি শেষ করে দেয়।

Check Also

বিয়ের পরও অমিতাভের পরকীয়া, ধরা পড়ল সেলফিতে

অমিতাভ বচ্চন আর রেখা- হিন্দি সিনেমার জনপ্রিয় জুটি। তাদের প্রেমে একটা সময় তোলপাড় হয়েছিল বলিপাড়া। …