গণমাধ্যমের বার্ষিক নৈশভোজে যোগ না দেয়ার ঘোষণা ট্রাম্পের

অনলাইন ডেস্ক:এ বছর গণমাধ্যমের হোয়াইট হাউস প্রতিনিধিদের বার্ষিক নৈশভোজে যোগ দেবেন না বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিক প্রবেশ নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা-সামালোচনা যখন তুঙ্গে তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে এ ঘোষণা দিলেন।
প্রায় শতবছর ধরে হোয়াইট হাউস কাভার করা এসোসিয়েশন এপ্রিল মাসে নৈশভোজ অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সেখানে রাষ্ট্রের প্রধান যোগ দেন এবং সাংবাদিকদের সাথে খোশমেজাজে আলাপ করেন।
প্রসঙ্গত, শুক্রবার বিবিসি, সিএনএন ও নিউইয়র্ক টাইমস’সহ কয়েকটি নামকরা মিডিয়া প্রতিনিধিদের হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির সংবাদ সম্মেলনে ঢুকতে দেয়া হয় নি। এ সম্পর্কে প্রেসিডেন্টের মুখপাত্র বলছেন, হোয়াইট হাউস মিথ্যে খবর ছড়ানো চলতে দিতে পারে না। সে জন্যই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এমন সিদ্ধান্তের পরেই নিয়মিত হোয়াইট হাউসের খবরাখবর সংগ্রহ করেন এমন সাংবাদিকদের বার্ষিক নৈশভোজ বর্জনের ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। বিবিসি বাংলা

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …