পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ স্বাভাবিক

সংবাদবিডি ডেস্ক :

ঘন কুয়াশার কারণে সাড়ে ৩ ঘণ্টা পর মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ। শনিবার (৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে পদ্মা নদীতে কুয়াশার পরিমাণ কিছুটা কমে যাওয়ায় নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের (বাণিজ্য) শাখার উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ  খালেদ নেওয়াজ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরি মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়া মাঝ পদ্মায় যানবাহন বোঝাই তিনটি ফেরি আটকে পড়ে যায়। তাই নৌপথে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। ফেরি বন্ধ থাকায় পাটুরিয়া ফেরিঘাট এলাকায় শতাধিক যানবাহন নদী পারের অপেক্ষমাণ।

ডিজিএম শাহ খালেদ নেওয়াজ বলেন, পদ্মা নদীতে কুয়াশার পরিমাণ কিছুটা হালকা হওয়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু করা হয়েছে। তবে ফেরির মাস্টার ও সহযোগীদের খুব সতর্কতা অবলম্বন করে নৌপথে ফেরি চালানোর জন্য বলা হয়েছে। নৌপথে ছোট-বড় মিলে ১১টি ফেরি চলাচল করছে। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার পর থেকে ঘাট এলাকায় আটকে থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী নৌপথ পার করা হচ্ছে।

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …