গাবতলী বাস টার্মিনালে শ্রমিকদের জন্য ফ্রি হেলথ ক্যাম্প

সংবাদবিডি ডেস্ক :

১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে সামনে রেখে জাতীয় পরিবহন শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির তত্ত্বাবধানে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

এ ক্যাম্পের আওতায় শুক্রবার (১২ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গাবতলী বাস টার্মিনালে শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পরিবহন শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির (ভারপ্রাপ্ত) সভাপতি ইমরান খান, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সহ-সভাপতি মোহাম্মদ হোসেন জীবন, আনারুল হক ও সহ-সাধারণ সম্পাদক উম্মে কুলসুম জান্নাতুল ফেরদৌসহ আরও অনেকে।

জাতীয় পরিবহন শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ইমরান খান বলেন, শোক দিবস উপলক্ষে শ্রমিকদের কল্যাণে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। আমাদের ফ্রি সেবা দিয়েছেন প্রাইম অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতালের দক্ষ চিকিৎসকরা। আমি প্রাইম হাসপাতালের চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে ধন্যবাদ জানাই।

প্রাইম হাসপাতালের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, আমরা সবসময় মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আজ আমরা একটি ফ্রি হেলথ ক্যাম্প করেছি। আমাদের ইচ্ছে আছে আগস্ট মাস জুড়ে বিভিন্ন জায়গায় ফ্রি হেলথ ক্যাম্প করার। এছাড়া মুক্তিযোদ্ধাদের জন্য পরীক্ষায় ৩০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …