তরমুজের ফলন ভাল, বাজারেও চাহিদা

খুলনা এবং রাঙামাটিতে  তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠেছে চাষিরা। খুলনা  জেলায় গত বছরের চেয়ে এ বছর ৩ গুন বেশি জমিতে তরমুজের আবাদ হয়েছে। এদিকে, রাঙামাটির পাহাড়ের ঢালে  চাষ হচ্ছে তরমুজ। এগুলো রসালো ও মিষ্টি হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে বাজারজাত হচ্ছে অন্য জেলাতেও।

খুলনা জেলার রূপসা, পাইকগাছাসহ ছয় উপজেলার চাষীরা এখন ব্যস্ত তরমুজ চাষে। ধানের চেয়ে বেশি লাভ হওয়ায় গত বছরের তুলনায় এবছর ২০ হাজার হেক্টর জমিতে চাষ হয়েছে তরমুজের। প্রতিবিঘা জমিতে ৩০ থেকে ৩৫ টন তরমুজ ফলে যার বাজার মূল্য ৭০ থেকে ৭৫ হাজার টাকা।

তরমুজ চাষে সময় কম লাগায় এবং লাভ বেশি হওয়ায় চাষীরা এই দিকে ঝুঁকছেন বলে জানালেন কৃষি বিভাগের কর্মকর্তারা।

এদিকে, রাঙামাটিতে পাহাড়ের কোল ঘেঁষে ও কাপ্তাই লেকের তীরে তরমুজ চাষ করছে চাষীরা। এবছর জেলায় ২৫০ হেক্টর জমিতে তরমুজ চাষ করা হয়েছে। দুর্গম উপজেলা বাঘাইছড়ি, লংগদু, নানিয়ারচর, বরকল ও জুরাছড়ির তরমুজ এখন যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। পাহাড়ে তরমুজ চাষে কৃষকদের সব ধরণের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ।

যথাযথ পরামর্শ এবং সহযোগিতা পেলে তরমুজ চাষে আরো বেশি আগ্রহী হয়ে উঠবেন চাষীরা।

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …