ফরিদপুরে বিউটি এক্সপার্ট বিষয়ক দুইদিনের কর্মশালা শুরু

আজিজুল হক ফরিদপুর

ফরিদপুরে শিক্ষিত ও বেকার নারীদের নিয়ে শুরু হয়েছে দুইদিন ব্যাপী বিউটি এক্সপার্ট বিষয়ক কর্মশালা। রবিবার দুপুরে স্থানীয় একটি চাইনিজ হোটেলে এ কর্মশালার উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইসরাফিল মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন ট্রেইনার আকলী আক্তার, ড্রিম গার্ল বিউটি পার্লারের স্বত্বাধীকারী ফারহানা রিনি, বিউটিশিয়ান লোনা নাসরিন। কর্মশালায় ফরিদপুরের ৩৫জন নারী মেকওভার ও হেয়ার রিবনন্ডিং বিষয়ে প্রশিক্ষন নিচ্ছেন। দুইদিন ব্যাপী এ প্রশিক্ষনের আয়োজক হিসাবে ছিলেন আব্দুল কাদের সুজন। আয়োজকেরা জানান, বর্তমানে রুপচর্চা বিষয়ে নারীদের বেশ আগ্রহ রয়েছে। এরই ধারাবাহিকতায় ফরিদপুরের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে বিউটি পার্লার। একজন নারী ঘরে বসে না থেকে রুপচর্চা বিষয়ে প্রশিক্ষন নিয়ে নিজেইস্বাবলম্বি হচ্ছেন। এ প্রশিক্ষনের ফলে নারীরা এক একজন বিউটি এক্সপার্ট হিসাবে নিজেরা গড়ে উঠবে। অনুষ্ঠানের শুরুতে রুচচর্চা বিষয়ে নারীদের যোগ্য হিসাবে গড়ে তুলতে অবদান রাখায় বিথি নাগকে সম্মাননা প্রদান করা হয়।

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …