রাজনাথ: ভারতের সঙ্গে পাকিস্তানের এক হওয়া উচিত

পাকিস্তানের জনগণ কি ভারতের সঙ্গে একীভূত হতে চায় কিনা সেটা যাচাইয়ের জন্য পাকিস্তানে গণভোটের পরামর্শ দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

ভারতের হরিদ্বারে গতকাল রোববার এক নির্বাচনী সভায় রাজনাথ সিং একথা বলেছেন। তিনি বলেন, কাশ্মির শুরু থেকেই ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং এর কোন পরিবর্তন হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কাশ্মির ইস্যুতে পাকিস্তান গণভোট দাবি করেছে। কিন্তু কাশ্মির কোন অবস্থাতেই ভারত থেকে বিচ্ছিন্ন হবে না। আর গণভোট যদি করতেই হয় তবে, পাকিস্তানের জনগণ সেই দেশে থাকতে চায় নাকি ভারতের সঙ্গে এক হতে চায় এই বিষয়ে গণভোট হওয়া দরকার।’

ভারতের সঙ্গে সম্পর্ক খারাপের জন্য পাকিস্তানকে দায়ি করে তিনি বলেন, ‘ভারত পাকিস্তানের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করলেও পাকিস্তান তা বিঘ্নিত করেছে। তাই পাকিস্তানের উচিত সন্ত্রাসবাদ বন্ধ করে কাশ্মিরে গণভোটের দাবি না তোলা।’

এসময় রাজনাথ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘ভারতের গায়ে কোন আঘাত আসলে এদেশের জনগণ তার অস্তিত্ব টিকে থাকতে দেবে না।’

Check Also

বাংলাদেশের নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ কানাডার

সংবাদবিডি ডেস্ক ঃ বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে হতাশ প্রকাশ করেছে কানাডা। এছাড়া নির্বাচনের আগে ও …