পেলের ছেলে জেলে!

পেলের ছেলে জেলে!

স্পোর্টস ডেস্ক:

বিখ্যাত বাবাদের ছেলেরা সবসময় বিখ্যাত হয় না। ব্রাজিল কিংবদন্তি পেলের ছেলে এডিনহো তার জলজ্যান্ত প্রমাণ। অর্থপাচার মামলায় পেলের ছেলে এডিনহোকে ১২ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির আদালত। এ ছাড়া সাবেক সান্তোষ গোলরক্ষকের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগও প্রমাণিত হয়েছে।

২০০৫ সালে ব্রাজিলের কুখ্যাত মাদকপাচারকারী দলের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মাদক ও অর্থপাচারের মামলা হয় এডিনহোর বিরুদ্ধে। সে সময় কয়েক মাস জেলও খাটেন বিখ্যাত বাবার এই কুখ্যাত সন্তান। এরপর আপিল করেন এডিনহো।

আপিলের রায়ে প্যারোলে মুক্তি পান তিনি। ৯ বছর ধরে চলা সেই মামলার রায় হয়  ২০১৪ সালে। রায়ে এডিনেহোকে ৩৩ বছরের কারাদেশ দেন আদালত। পরে অবশ্য শাস্তির মেয়াদ কমিয়ে আনা হয়েছে ১২ বছরে। এই রায়ে সন্তুষ্ট না হয়ে এরপর আবার আপিল করেছিলেন এই গোলরক্ষক। গতকাল শুক্রবার সেই আপিলের পূর্ণাঙ্গ রায় শোনান আদালত।

আদালতের রায় অবশ্য প্রত্যাখান করেছেন এডিনহো। তিনি বলেন, ‘এই রায়ে আমি হতাশ। আমি কখনই অর্থ পাচারের সঙ্গে জড়িত নই। অথচ তারই শাস্তি ভোগ করতে হচ্ছে আমাকে।’

১৯৯০ সালে ব্রাজিলের ক্লাব সান্তোসের গোলরক্ষক হিসেবে যোগ দেন এডিনহো। ১৯৯৯ সালে সান্তোস থেকে অবসর নেওয়ার পর ক্লাবের সহকারী কোচ হিসেবে যোগ দেন তিনি। ২০০৫ সালে জেল থেকে ছাড়া পেয়ে ব্রাজিলের সিরিয়া ‘বি’ ক্লাব মগি মিরিমের কোচের দায়িত্ব নেন এডিনহো। ২০১০ সালে সান্তোসের দায়িত্ব নেন তিনি।

 

পেলের ছেলে জেলে!

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …