ফরিদপুরে একদিনে মৃত্যু চার, শনাক্ত ১৬

ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় তিনজন এবং উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। জেলায় করোনায় মোট মারা গেছেন ৫২২ জন। এ সময়ে ২৪৫ নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৫৩ শতাংশ।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। করোনা ও উপসর্গে মারা যাওয়া চারজনই ফরিদপুর সদরের বাসিন্দা।

জানা গেছে, করোনা শনাক্ত ১৬ জনের মধ্যে পিসিআর ল্যাবে শনাক্ত হয়েছেন ১৫ জন এবং র‍্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে একজন।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বুধবার পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ৬৫ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ৩৩ জন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন সাতজন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৫২২ জন।

Check Also

ভালুকায় ৫ শতাধিক শীতার্তদের মাঝে যুবলীগ নেতা সজীবের কম্বল বিতরণ

ভালুকা প্রতিনিধি ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভালুকায় যুবলীগের উদ্যোগে প্রতিবন্ধী …