ফরিদপুরে একদিনে মৃত্যু দুই, শনাক্ত ৩০

গত ২৪ ঘণ্টায় ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৫১৩ জন করোনায় মারা গেলেন। একই সময়ে ১৭৯ নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ৭৫ শতাংশ।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। মৃত দুজনই ফরিদপুর সদরের বাসিন্দা।

জানা গেছে, পিসিআর ল্যাবে শনাক্ত ২৭ জনের মধ্যে ভাঙ্গায় ৯ জন, নগরকান্দায় একজন, মধুখালীতে একজন, সদরপুরে দুইজন, চরভদ্রাসনে একজন, ফরিদপুর সদরে ১৩ জন রয়েছেন। বাকী তিনজন র‍্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে শনাক্ত হয়েছেন।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে শুক্রবার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ৭৩ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ৪৫ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৫১৩ জন।

Check Also

ভালুকায় ৫ শতাধিক শীতার্তদের মাঝে যুবলীগ নেতা সজীবের কম্বল বিতরণ

ভালুকা প্রতিনিধি ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভালুকায় যুবলীগের উদ্যোগে প্রতিবন্ধী …