দর্শনার্থীদের জন্য বন্ধ বঙ্গবন্ধু সাফারি পার্ক

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ফের বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বর্তমান করোনা পরিস্থিতির সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে আজ শনিবার (৩ এপ্রিল) থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দুই সপ্তাহ  সাফারি পার্ক  বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান, পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পার্কের কর্মকর্তা-কর্মচারী, বন্যপ্রাণী, পার্কে আসা দর্শণার্থী ও কোভিড-১৯ নিয়ন্ত্রণে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হলে বন্ধের সময়সীমা আরও বাড়ানো হতে পারে।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে গত বছরের ২০ মার্চ থেকে দর্শনার্থীদের জন্য পার্কটি বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। পরিস্থিতি কিছুটা উন্নতি হলে স্বাস্থ্যবিধি মেনে পুনরায় ১ নভেম্বর থেকে পার্ক খুলে দেওয়া হয়েছিল।

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …