স্পোর্টস ডেস্ক: দুজনই অভিষেকে দেখিয়েছেন চমক। আর স্বীকৃতিও পেয়েছেন। ক্রিকইনফোর চোখে বর্ষসেরা টি-টোয়েন্টি বোলার হয়েছেন মুস্তাফিজুর রহমান। আর সেরা অভিষিক্ত ক্রিকেটারের পুরস্কার পেলেন মেহেদী হাসান মিরাজ।
আজ শুক্রবার রাতে ক্রিকেটের জনপ্রিয় গণমাধ্যম ক্রিকইনফো নিজেদের ওয়েবসাইটে ২০১৬ সালের সেরাদের নাম জানিয়ে দেয়। আইসিসির বর্ষসেরা পুরস্কারের মতো ক্রিকইনফোর সম্মাননা নিয়েও ক্রিকেটামোদীদের আগ্রহ অনেক।
মুস্তাফিজের জন্য ক্রিকইনফোর স্বীকৃতি এটাই প্রথম নয়। গত বছর সেরা অভিষিক্তের সম্মান পেয়েছিলেন। আর এবার টি-টোয়েন্টির সেরা বোলারের স্বীকৃতি পেলেন। গত বছর ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২২ রানে ৫ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। আর ওই বিধ্বংসী স্পেলকেই সেরা মানছে ক্রিকইনফো।
সেরা অভিষিক্ত ক্রিকেটার হওয়ার দিক থেকে সবচেয়ে বড় দাবিদার ছিলেন মেহেদী হাসান মিরাজ। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়কত্ব করেছেন। বাংলাদেশ তাঁর নেতৃত্ব পৌঁছে যায় সেমিফাইনালে। ওই আসরের সেরা খেলোয়াড়ও তিনি। গত বছরই ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয় মিরাজের। ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে ১৯ উইকেট নেন মিরাজ। ওই কীর্তির জন্যই ক্রিকইনফো মিরাজ ছাড়া অন্যদের নিয়ে ভাবেনি।
যাঁরা সেরা হলেন
টেস্ট ক্রিকেটে সেরা ব্যাটসম্যান হয়েছেন ইংল্যান্ডে বেন স্টোকস। কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৫৮ রানের নজরকাড়া ইনিংস খেলেন স্টোকস। দক্ষিণ আফ্রিকান পেসার রাবাদার তোপে ১৬৭ রানে ৪ উইকেট পড়ে যায় কুকের দলের। এরপর ৬ নম্বরে নামেন স্টোকস। যখন আউট হন, তখন স্কোর বোর্ডে ছিল ৬ উইকেটে ৬২২!
সেরা টেস্ট বোলার হয়েছেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড। জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৭ রানে ৬ উইকেট নেন তিনি। ওই স্পেলের জন্য স্বীকৃতি পান তিনি।
ওয়ানডে ফরম্যাটে সেরা ব্যাটসম্যান হয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। সেঞ্চুরিয়নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৭৮ রান করে থেমেছিলেন তিনি। ক্রিকইনফোর চোখে ওই ইনিংসটাই ছিল সেরা।
ওয়ানডে ফরম্যাটে সেরা বোলারের স্বীকৃতি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারাইন। গায়ানায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৭ রানে ৬ উইকেট নেন তিনি।
সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্রাথওয়েট। টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। আর ওই আসরে একাধিক নজরকাড়া ইনিংস খেলেছেন ব্রাথওয়েট। তবে ক্রিকইনফোর চোখে ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৪ রানে অপরাজিত থাকার ইনিংসটিই সেরা।
সেরা অধিনায়কের মুকুট উঠেছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির মাথায়। গত বছর ভারতের টেস্ট দলের নেতৃত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বে ভারত ১২টি টেস্ট খেলে ৯টিতে জিতেছে, ড্র করেছে তিনটি। একটিও হারেনি!
এ ছাড়া সহযোগী দেশগুলোর মধ্যে সেরা ব্যাটসম্যান হয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদ, সেরা বোলার হয়েছেন একই দেশের মোহাম্মদ নবী।