বিমানবন্দরে শফিক রেহমানকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ

অনলাইন ডেস্ক:

সাংবাদিক শফিক রেহমানকে বিদেশে যেতে দেয়নি ইমিগ্রেশন পুলিশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেয়া হয়েছে তাকে।

সকাল ৭টায় শফিক রেহমানের লন্ডনগামী বিমান ছিল। সে অনুযায়ী বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শফিক রেহমানকে।

ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কী কারণে তাকে আটকে দেয়া হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

সাংবাদিক শফিক রেহমানের স্ত্রী লন্ডনে একটি হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর রয়েছে। তাকেই দেখতে যাওয়ার কথা ছিল শফিক রেহমানের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে হত্যা ষড়যন্ত্রের মামলার আসামি শফিক রেহমান। এ মামলায় বর্তমানে জামিনে রয়েছেন তিনি।

Check Also

বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল …