টসে হেরে ব্যাটিংয়ে কলকাতা, দুই দলের একাদশে নেই সাকিব-মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: মুস্তাফিজ-সাকিব দ্বৈরথ দেখার জন্য যারা অধীর আগ্রহে বসে ছিলেন তাদের হতাশই হতে হলো। শনিবার কলকাতা নাইট রাইডার্সের একাদশে জায়গা পাননি সাকিব। এই নিয়ে চলতি আসরে টানা চার ম্যাচ উপেক্ষিত রইলেন টাইগার অলরাউন্ডার।

অন্যদিকে আগের ম্যাচের ‘বিবর্ণ’ বোলিং পারফরম্যান্স উপহার দেয়ায় সানরাইজার্স হায়দরাবাদের একাদশেও জায়গা পাননি মুস্তাফিজুর রহমান।

কলকাতার ইডেন গার্ডেন্সে টস-ভাগ্যে জয়লাভ করেন ডেভিড ওয়ার্নার। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্সের
অধিনায়ক। প্রথম ম্যাচে ২.৪ ওভারে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য থাকা মোস্তাফিজকে দলের বাইরে রেখেই মাঠে নেমেছে সানরাইজার্স।

সানরাইজার্স হায়দরাবাদের একাদশে দুটি পরিবর্তন এসেছেন। ময়েসেস হেনরিকস ও বিপুল শর্মাকে জায়গা দিতে বাদ পড়েছেন মুস্তাফিজ ও বিজয় শঙ্কর।

অন্যদিকে কলকাতার একাদশে দুটি পরিবর্তন এসেছে। কুলদীপ যাদবকে জায়গা দিতে বাদ পড়েছেন পিযুষ চাওলা।

তিন ম্যাচের দুটিতে জিতে পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে সমান ম্যাচে সমান জয় সত্ত্বেও নেট রানরেটে পিছিয়ে থেকে তিন নম্বরে রয়েছে সানরাইজার্স।

গত মৌসুমে প্রথম দুবারের সাক্ষাতেই জয় পেয়েছিল কলকাতা। কিন্তু এলিমিনেটরের লড়াইয়ে কলকাতাকে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে যায় মুস্তাফিজ-ওয়ার্নারের দল।

অবশ্য মুখোমুখি লড়াইয়ে বেশ পিছিয়ে সানরাইজার্স। দুই দলের মধ্যকার ৯ বারের সাক্ষাতে কলকাতার জয় ছয়টি; সানরাইজার্স জিতেছে তিনটি। তবে ইডেনে চারবারের সাক্ষাতে কলকাতাকে একবারও হারাতে পারেনি গত আসরের চ্যাম্পিয়নরা।

 

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …