ট্রাম্পের কাজে বিরক্ত হয়ে সিআইএ বিশ্লেষক প্রেইসের পদত্যাগ

ট্রাম্পের কাজে বিরক্ত হয়ে সিআইএ বিশ্লেষক প্রেইসের পদত্যাগ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাজে বিরক্ত হয়ে পদত্যাগ করেছেন মার্কিন গোন্দা সংস্থা সিআইএ’র সিনিয়র বিশ্লেষক এডওয়ার্ড প্রেইস। ২০০৬ সাল থেকে তিনি মার্কিন গোয়েন্দা সংস্থায় কর্মরত ছিলেন।
পদত্যাগের সময় তিনি জানান, তাঁর এই পদত্যাগ ট্রাম্পের প্রতি প্রতিবাদ। এই সময় তিনি মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থায় ট্রাম্পের পুর্নগঠনের সমালোচনা করেন।
দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা প্রেইস বলেন, ট্রাম্প প্রশাসনে তিনি বিশ্বাসযোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন না। সিআইএ হেডকোয়ার্টারে ট্রাম্পের দেওয়া বক্তব্যের সমালোচনা করেন।
তিনি বলেন, নিরাপত্তা সংস্থা পুর্নগঠন মূলত তার অহংবোধ ও তর্জন-গর্জনের একটি প্রতিরুপ। তিনি নিরাপত্তা সংস্থার প্রতি তার অবস্থানের কথা না বলে তার অভিষেকের দিন কত মানুষ জড়ো হয়েছিল সেই প্রচারণা চালিয়েছেন।
প্রেইস বলেন, ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’এর ফলাফল হচ্ছে দেখছি রাশিয়াকে মিত্র হিসেবে গ্রহণ ও অস্ট্রেলিয়াকে দূরত্বে ঠেলে দেওয়া।

ডেইলি মেইল

ট্রাম্পের কাজে বিরক্ত হয়ে সিআইএ বিশ্লেষক প্রেইসের পদত্যাগ

Check Also

বাংলাদেশের নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ কানাডার

সংবাদবিডি ডেস্ক ঃ বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে হতাশ প্রকাশ করেছে কানাডা। এছাড়া নির্বাচনের আগে ও …