স্যাটেলাইট চ্যানেল ঘোরালেই নাটক, সিরিয়াল, মিউজিক ভিডিও ও সিনেমার আধিপত্য দেখা যায়। টিভি চ্যানেলগুলোর এয়ারটাইমের বড় অংশজুড়েই এসব অনুষ্ঠান সম্প্রচার হয়। দর্শকদের বিনোদনের জন্যই এসব অনুষ্ঠান বা সিনেমা নির্মাণ করা হয়। মোট দেশজ উৎপাদনে (জিডিপি) মূল্য সংযোজন করছে নাটক, গান, সিনেমা। এমনকি গল্প, উপন্যাস, কবিতা—এসব সাহিত্যকর্মও অর্থনীতিতে অবদান রাখছে।
তবে বিনোদনের দুনিয়া যত বিস্তৃতই মনে হোক না কেন, হিসাব কষে দেখা যাচ্ছে দেশের অর্থনীতিতে এটির অবদান যৎসামান্য। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বলছে, ২০১৩-১৪ অর্থবছরে নাটক, গান, সিনেমা ও সাহিত্য—এই চারটি খাত দেশের অর্থনীতিতে মাত্র ১১৭ কোটি ৮২ লাখ টাকার সমপরিমাণ মূল্য সংযোজন করেছে। ওই বছর এ চারটি খাতে মোট বিনিয়োগকৃত সম্পদের পরিমাণ ছিল ১৮০ কোটি ৩০ লাখ টাকা।
একই সময়ে পার্শ্ববর্তী দেশ ভারতে শুধু চলচ্চিত্র আর টেলিভিশন শিল্পের অবদান ছিল ৮ দশমিক ১ বিলিয়ন ডলার বা প্রায় ৬৪ হাজার কোটি টাকা।
গতকাল মঙ্গলবার বিনোদন ও সাহিত্যবিষয়ক সম্পদে বিনিয়োগ জরিপের ফল প্রকাশিত হয়। এ ধরনের প্রতিবেদন বিবিএস এই প্রথমবার প্রকাশ করে।
জরিপ সম্পর্কে অনুষ্ঠানে এ কর্মসূচির পরিচালক আবদুল খালেক বলেন, এত দিন এসব খাতের সরকারি বিনিয়োগ ও মূল্য সংযোজনের বিষয়টি জিডিপিতে উঠে আসত। কিন্তু বেসরকারি খাতের চিত্র আসত না। জিডিপি গণনার জন্য নতুন ভিত্তিবছর ২০১৫-১৬ প্রণয়ন করা হচ্ছে। সেই ভিত্তিবছরে এসব খাতের বিনিয়োগ ও মূল্য সংযোজনের প্রকৃত চিত্র অন্তর্ভুক্ত করা হবে। এ জন্য জরিপটি করা হয়েছে। এর আগে বিনোদন ও সাহিত্য নিয়ে কখনো জরিপ করেনি
Check Also
দক্ষিণ এশিয়ার বৃহত্তম সার কারখানার উদ্বোধন
সংবাদবিডি ডেস্ক : দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ …