স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর আঙুলে ২৫টি সেলাই দিতে হয়েছে। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেন, ‘তার সেলাই খুলতে কমপক্ষে দুই সপ্তাহ লাগবে। এরপরই তার চোট পাওয়া আঙুল সেরে উঠেছে কিনা, তা জানা যাবে।’ খবর ক্রিকবাজের।
সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টি ২০-তে বাঁ-হাতের আঙুলে চোট পাওয়ায় তিন বল করে মাঠ ছাড়তে হয় এই স্পিনারকে। দ্বিতীয় টি ২০-তে তিন উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে ভূমিকা রাখেন নাজমুল।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের পঞ্চম ওভারে বল হাতে নেন নাজমুল। কিন্তু তৃতীয় বলেই অঘটনের শিকার হন তিনি। মারলন স্যামুয়েলসের শটে লাফ দিয়ে রান বাঁচানোর চেষ্টার সময় নন-স্ট্রাইক প্রান্তে থাকা চ্যাডউইক ওয়াল্টনের বুটের নিচে পড়ে তার আঙুল। তাতেই শেষ হয়ে যায় এ স্পিনারের খেলা।
বাঁ-হাতের আঙুলে ব্যথা নিয়ে মাঠ ছাড়ার পর আর ফিরতে পারেননি ম্যাচে। তার করা ওই ওভারের বাকি তিন বল শেষ করেন সৌম্য সরকার।