সবজির দাম চড়া, পাঁচ টাকা বেড়েছে পেঁয়াজ

রাজধানীর বিভিন্ন বাজারে চাল, ডাল, তেল ও লবণসহ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে। তবে, বেশির ভাগ সবজির দাম চড়া। এদিকে, এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে পাঁচ টাকা। অন্যদিকে, প্রচুর সরবরাহ থাকা সত্বেও মাছের দাম বাড়তি। তবে ব্রয়রার মুরগির দাম ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেগুন গেলো সপ্তাহের চেয়ে কেজিপ্রতি দশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকায়। প্রতিকেজি পটল ৪৫, টমেটো ৯০ টাকায় বেচাকেনা হচ্ছে। দু’একটি সবজি ছাড়া বেশীর ভাগ সবজির দামই বেড়েছে। বাড়তি দামে ক্রেতারা হতাশ হলেও বিক্রেতারা বলছেন, বাজার স্বাভাবিকই রয়েছে।

চাল, ডাল, তেল ও লবণসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে। তবে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে পাঁচ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকায়। দাম বাড়ার যুক্তিসংগত কোন কারণ দেখাতে পারেননি বিক্রেতারা।

এদিকে, বাজারে প্রচুর সরবরাহ থাকা সত্বেও মাছের দাম চড়া। বর্ষা মৌসুমেও বাড়তি দামে মাছ কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা।

এছাড়া ঢাকা সিটি করপোরেশনের নির্ধারিত দামে গরুর মাংস ৪৮০, খাশির মাংস ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ১০ টাকা কমে প্রতিকেজি ব্রয়রার মুরগি ১৪০ টাকায় পাওয়া যাচ্ছে।

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …