বাংলাদেশের ক্রিকেট নিয়ে ফের ষড়যন্ত্র শুরু করেছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ সফর নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, বিসিবির সঙ্গে সময় এবং ফরম্যাট নিয়ে সিএ’র মতভেদ দেখা দিয়েছে। তাছাড়া নিরাপত্তার বিষয়েও অজুহাত অব্যাহত আছে তাদের।

২০১৫ সালে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল দেশটির। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে সেবার সফর স্থগিত করে তারা। চলতি বছরের জুলাইয়ে ওই সফরটি করার কথা তাদের। কিন্তু এখন তারা একটি ওয়ানডে এবং একটি টেস্ট খেলতে চাইছে। সেটাও আবার তাদের ভারত সফরের আগে অক্টোবরে। বিসিবি তাতে রাজি হচ্ছে না।

বাংলাদেশ দল সম্প্রতি

টেস্টে দারুণ করছে। ইংল্যান্ডকে হারানোর পর শ্রীলঙ্কাকে তাদের দেশে হারিয়েছে মুশফিকের দল। বাংলাদেশ চাইছে অস্ট্রেলিয়ার সঙ্গেও এই সময়ে টক্কর দিতে।

অস্ট্রেলিয়ার প্রস্তাব না মানার আরও কারণ আছে। তাতে বিসিবির শিডিউল ক্ষতিগ্রস্ত হবে। কেননা জুলাই এবং আগস্টে পাকিস্তানের সঙ্গে নিজেদের দেশে সিরিজ খেলার সম্ভাবনা আছে। এরপর সেপ্টেম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা সফর।

২০১৫ সালে অস্ট্রেলিয়া যখন তাদের সফর বাতিল করে তখন দেশটির সরকারের ওয়েবসাইটে ঘোষণা দেয়া হয়, বাংলাদেশে নিরাপদ নয় অস্ট্রেলিয়ানরা। তাদের ওপর হামলার সম্ভাবনা আছে। একই ঘোষণা এখন একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে, ‘আপনার বাংলাদেশ ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করুন। নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে, পশ্চিমা স্বার্থের ওপর সন্ত্রাসীরা সেখানে হামলা চালাতে পারে।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র নিরাপত্তার বিষয়ে আগের মতো সেই ‘কিন্তু’ রেখে সুর তুলছেন, ‘নিকট ভবিষ্যতে আমরা বাংলাদেশ সফর করতে আশাবাদী। কিন্তু খেলোয়াড় এবং কর্মকর্তাদের নিরাপত্তা সবার আগে দেখতে হবে।’

অস্ট্রেলিয়ান নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এবং পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের পরামর্শও অনুসরণ করার কথা বলছেন ওই কর্মকর্তা।

 

Check Also

বাংলাদেশের ম্যাচসহ বিশ্বকাপের সুপার সিক্সের পূর্ণাঙ্গ সূচি

সংবাদবিডি ডেস্ক ঃ দক্ষিণ আফ্রিকার মাটিতে চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জটিল ধরণের এক ফরম্যাট উপহার দিলো …