স্পোর্টস ডেস্ক: সেঞ্চুরি হাঁকালেন ফুটবলার নেইমার। নেইমার ব্রাজিলের হয়ে একের পর এক গোল করে যাচ্ছেন। বার্সেলোনার জার্সিতেও রূপকথার মত সময় কাটছিল নেইমারের। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি থেকে লা লিগায় সর্বশেষ গ্রানাডা ম্যাচেও গোল পেয়েছেন। তাতে কাতালান ক্লাবটির হয়ে গোলের সেঞ্চুরিই উদযাপন করে ফেললেন এই ওয়ান্ডার বয়।
বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ১৭৭ ম্যাচে ১০০ গোলের দেখা পেলেন নেইমার। এখানে মেসির চেয়েও এগিয়ে তিনি। মেসির যেখানে গোলের সেঞ্চুরি করতে ১৮৮ ম্যাচ লেগেছিল, সেখানে নেইমার ১১ ম্যাচ কম খেলেই এই মাইলফলক ছুঁলেন।
এমএসএন ত্রয়ীর মধ্যে সুয়ারেজও চলতি বছর একশ গোলের মাইলফলক ছুঁয়েছেন। আর মেসি তো বার্সার হয়ে ৫০০ গোলের মাইলফলকই অর্জন করেছেন। কাতালানদের হয়ে
ব্রাজিলের তৃতীয় খেলোয়াড় হিসেবে শততম গোলের মাইলফলকে পা রাখলেন ২৫ বয়সী নেইমার। এর আগে রিভালদো ১৩০ ও ইভারিস্টো ১০৬ গোল করেছিলেন ন্যু ক্যাম্পের দলটির হয়ে।
ক্লাব বার্সার হয়ে ২০১৩ সালে সুপার কোপায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে প্রথম গোলটি করেছিলেন নেইমার। আর রোববার রাতে গ্রানাডার সঙ্গে ম্যাচের যোগ করা সময়ে গোল করে নিজস্ব ভঙ্গিতে ‘১০০’ গোল উদযাপন করেছেন তিনি।
এখন পর্যন্ত নেইমার লা লিগায় ৬১, কোপা ডেল রে’তে ১৪, ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ১৯, সুপার কোপায় ১ এবং ফ্রেন্ডলিতে ৫টি গোল করেছেন। শততম গোলের মাইলফলক অর্জনের উচ্ছ্বাস ঝরেছে নেইমারের কণ্ঠে। জানিয়েছেন, সব কৃতিত্ব তার সতীর্থদের। যারা তাকে গোল করতে সহায়তা করেছেন।
নেইমার বলেছেন, ‘আমি জানতাম না একটা গোল পেলেই আমার শততম গোল পূর্ণ হবে। একশ গোলের মাইলফলক আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল। এই মুহুর্তে আমার বার্সার হয়ে প্রথম গোল, সম্ভবত সুপার কোপায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে, সেটার কথাই খুব মনে পড়ছে।’
নেইমারের শততম গোলের রাতে শিষ্যকে প্রশংসা আর অভিনন্দনে ভাসাতে ভোলেননি কোচ লুইস এনরিকেও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘নেইমার দলের জন্য সব সময়ই প্রস্তুত থাকে, নিজে গোল করতে না পারলেও অন্যদের দিয়ে গোল করায়। আমি আশা রাখি বার্সার জার্সিতে সে ৯০০ গোল করবে!’
নেইমার বার্সায় যোগদানের আগে সান্তোসের হয়েও শততম গোলের দেখা পেয়েছিলেন। ২০১৩ সালে বার্সায় যোগ দেওয়ার পর ২০১৪-১৫ মৌসুমে লিগে নিজের সর্বোচ্চ ৩৯ গোলের দেখা পেয়েছিলেন।