মালয়েশিয়া প্রবাসী কমিউনিটি নেতার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে: মালয়েশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবাসী কমিউনিটি নেতা ড. মাহমুদ হাসানের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ মাগরিব তিতিওয়াংসা সুরাউ বায়তুল মোকাররামে মালয়েশিয়া আওয়ামী লীগ প্রস্তাবিত কমিটির উদ্যোগে তার আত্মার মাগফেরাত কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাবেক আহবায়ক সোহরাওয়ার্দি হোসেন সোহরাব, মালয়েশিয়া আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি মকবুল হোসেন মুকুল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, বিএনপি নেতা তালহা মাহমুদ, জাতীয় পার্টির সভাপতি এস এম রহমান পারভেজ, শাখাওয়াত হক জোসেফ, শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সিনিয়র সহ সভাপতি শাহ আলম হাওলাদার, সেচ্ছাসেবক লীগের ভার প্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন সেলিম সহ মালয়েশিয়া আওয়ামী লীগের সহযোগি সংগঠনের সকল নেতৃবৃন্দ। আলোচনা সভায় ড: মাহমুদ হাসানের অকাল মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, হাফিজ মাওলানা মহিউদ্দিন। উল্লেখ্য, গত শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি ক্লিনিকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক নেতা ও মালয়েশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মাহমুদ হাসান মারা যান।

Check Also

বাংলাদেশে অবাধ-সহিংসতামুক্ত নির্বাচন হওয়া উচিত: যুক্তরাষ্ট্র

সংবাদবিডি ডেস্ক : বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও সবার জন্য উন্মুক্ত নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য …