ইতিহাসের এই দিনে: ৩ এপ্রিল

১৯৪১ সালে আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ইরাকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা রশিদ আলী আল গিলানী বাগদাদ দখল করে নেন। ১৯৫৪ সালের এই দিনে শেরে বাংলা এ. কে. ফজলুক হক চার সদস্য বিশিষ্ট যুক্তফ্রন্ট মন্ত্রী সভা গঠন করেন।

ইতিহাসের এমন সব তথ্য নিয়ে বিশেষ অয়োজন – ইতিহাসের এই দিনে।

কি কি ঘটেছিল
– ১০৪৩ সালের এই দিনে ইংল্যান্ডের রাজা হিসেবে এডওয়ার্ডের অভিষেক অনুষ্ঠিত হয়।
– ১৩১২ সালের এই দিনে ভিয়েনার দ্বিতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।
– ১৫৫৯ সালের এই দিনে স্পেন ও ফ্রান্স দ্বিতীয় চুক্তি করে।
– ১৬৬১ সালের এই দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধে লিপ্ত হওয়া, অস্ত্র নির্মাণ ইত্যাদির অধিকারসংক্রানৱ সনদ লাভ করে।
– ১৭৮৩ সালের এই দিনে সুইডেন ও মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সম্পাদন করে।
– ১৮৫৭ সালের এই দিনে রানী ভিক্টোরিয়াকে ‘ভারত সম্রাজ্ঞী’ ঘোষণা করা হয়।
– ১৮৬০ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম ঘোড়ার ডাক চালু হয়।
– ১৮৯০ সালের এই দিনে ইউরোপের বিশিষ্ট রাজনীতিবিদ, জার্মান সাম্রাজ্যের স্থপতি ও প্রথম চ্যান্সেলর অটো ভন বিসমার্ক পদচ্যুত হন।
– ১৯৩৯ সালের এই দিনে ডেনমার্ক ও নরওয়েতে জার্মান বাহিনী অনুপ্রবেশ করে।
– ১৯৪১ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ইরাকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা রশিদ আলী আল গিলানী বাগদাদ দখল করে নেন।
– ১৯৫৪ সালের এই দিনে শেরে বাংলা এ. কে. ফজলুক হক চার সদস্য বিশিষ্ট যুক্তফ্রন্ট মন্ত্রী সভা গঠন করেন।
– ১৯৯৫ সালের এই দিনে ভিয়েতনাম মার্কিন বিরোধী প্রতিরোধ যুদ্ধে জয়লাভের ২০তম বার্ষিকী উদযাপন করে।
– ২০০২ সালের এই দিনে ইসরাইলী সেনাবাহিনী ফিলিস্তিনের জর্দান নদীর পশ্চিম তীরে অবস্থিত জেনিন শহরে ভয়াবহ হামলা শুরু করে।
যারা জন্মগ্রহণ করেছিলেন
– ১৭৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্বামীনারায়ণ, তিনি ছিলেন ভারতীয় ধর্মীয় নেতা।
– ১৭৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়াশিংটন ইরভিং, তিনি ছিলেন আমেরিকান ইতিহাসবিদ ও লেখক।
– ১৮৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আল্কিডে ডি গাস্পেরি, তিনি ছিলেন ইতালীয় সাংবাদিক ও রাজনীতিবিদ ও ৩০ তম প্রধানমন্ত্রী।
– ১৮৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিমি ম্যাথুজ, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার।
– ১৮৯৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লেসলি হাওয়ার্ড, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
– ১৯২৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্লোন ব্রান্ডো, তিনি ছিলেন অস্কার পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র অভিনেতা।
– ১৯২৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যান্থনি নীল ওয়েজউড “টনি” বেন, তিনি ছিলেন ইংরেজ পাইলট, রাজনীতিবিদ ও উদ্ভাবন।
– ১৯২৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফজলুর রহমান খান, তিনি ছিলেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত স্থপতি, পুরকৌশলী ও পৃথিবীর অন্যতম উচ্চ ভবন শিকাগোর সিয়ার্স টাওয়ার (বর্তমানে উইওলস টাওয়ার) এর নকশা প্রণয়ন করেন।
– ১৯৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জাপ ডি হুপ শেফার, তিনি ডাচ শিক্ষাবিদ, রাজনীতিক ও কূটনীতিক।
– ১৯৫০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মহিউদ্দিন আহমেদ আলমগীর, তিনি বাংলাদেশী জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা।
– ১৯৬১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডি মারফি, তিনি আমেরিকান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
– ১৯৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রভু দেব, তিনি ভারতীয় অভিনেতা, পরিচালক ও কোরিওগ্রাফার।
– ১৯৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টমি হাস, তিনি জার্মান টেনিস খেলোয়াড়।।
– ১৯৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কবিয়ে স্মুল্ডেরস, তিনি কানাডিয়ান অভিনেত্রী।
– ১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বেন ফস্টার, তিনি ইংরেজ ফুটবল খেলোয়াড়।
– ১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিওনা লুইস, তিনি ইংরেজ গায়ক, গীতিকার ও প্রযোজক।
– ১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যামান্ডা লরা বাইন্স, তিনি আমেরিকান অভিনেত্রী।
– ১৯৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তিম ক্রুল, তিনি ডাচ ফুটবলার।
– ১৯৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুলিয়া আন্দ্রেইভানা ইফিমোভা, তিনি রাশিয়ান সাঁতারু।
– ১৯৯৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তাসকিন আহমেদ, তিনি বাংলাদেশী ক্রিকেটার।

যারা মৃত্যুবরণ করেছিলেন
– ১২৮৭ সালের এই দিনে পোপ চতুর্থ অনারিয়াস মৃত্যুবরণ করেন।
– ১৬৮০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন শিবাজী ভোসলে, তিনি ছিলেন ভারতীয় বিতর্কিত দস্যু ও মারাঠা সাম্রাজ্যের প্রবর্তক।
– ১৬৮২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বারটলমে এস্তেবান মুড়িলও, তিনি ছিলেন স্প্যানিশ চিত্রশিল্পী ও শিক্ষাবিদ।
– ১৮৯৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জোহানেস ব্রামস, তিনি ছিলেন জার্মান পিয়ানোবাদক ও সুরকার।
– ১৯৪০ সালের এই দিনে স্বাধীনতা সংগ্রামী মহিমচন্দ্র দাস মৃত্যুবরণ করেন।
– ১৯৪১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পাল টিলেকি, তিনি ছিলেন হাঙ্গেরীয় শিক্ষাবি, রাজনীতিবিদ ও ২২ তম প্রধানমন্ত্রী।
– ১৯৪৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কনরাড ভেইডট, তিনি ছিলেন জার্মান অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
– ১৯৬৯ সালের এই দিনে প্রথম ভারতীয় সবাক চলচ্চিত্র যন্ত্র স্থাপয়িতা মধু শীল মৃত্যুবরণ করেন।
– ১৯৭৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জ্যাক রাইডার, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার।
– ১৯৭৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সৈয়দ মাহবুব মোর্শেদ, তিনি ছিলেন প্রখ্যাত বিচারপতি।
– ১৯৮৬ সালের এই দিনে সাহিত্যিক সাংবাদিক অসীম রায় মৃত্যুবরণ করেন।
– ১৯৯১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গ্রাহাম গ্রীন, তিনি ছিলেন খ্যাতিমান ইংরেজ ঔপন্যাসিক, গল্পকার ও সমালোচক।
– ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রুথ প্রাওয়ের ঝাবভালা, তিনি ছিলেন জার্মান বংশোদ্ভূত আমেরিকান লেখক ও চিত্রনাট্যকার।

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …