পাকিস্তানে পীরের হাতেই ২০ মুরিদ খুন

আন্তর্জাতিক ডেস্ক:  পাকিস্তানের সারগুদা এলাকায় পীরের হাতেই খুন হলেন ২০ জন মুরিদ। এ ছাড়াও আরও তিনজন গুরুতর আহত হন। এ ঘটনায় পীর আব্দুল ওয়াহিদসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
জিও নিউজের খবরে বলা হয়, হত্যাকারী প্রথমে চেতনানাশক পানীয় পান করায়। পরে ডা-া ও রামদা দিয়ে নির্যাতন চালিয়ে তাদের হত্যা করা হয়। এ সময় তিনজন পালিয়ে যেয়ে প্রাণ রক্ষা করে। মুরিদদের শরীর পবিত্র করার নামে হত্যাকারী নির্যাতন চালায় বলে অভিযোগ উঠে।
স্থানীয়রা জানান, আব্দুল ওয়াহিদ এক দু’বার দরগায় আসতেন। মুরিদদের ওপর নির্যাতন চালাতেন। সে মুরিদদের উলঙ্গ করে আগুন লাগিয়ে দিত বলেও তারা জানান।
সূত্র : জিও নিউজ উর্দু

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …