বিশ্বের শীর্ষ ধনকুবের বিল গেটস। মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা। তরুণদের জন্য সবসময় উৎসাহমূলক কথা বলে থাকেন তিনি। দিয়ে থাকেন বিভিন্ন পরামর্শ। সেখান থেকে তেমনি ৬টি পরামর্শ উল্লেখ করা হলো।
দ্রুত শুরু করুন
বিল গেটস কম্পিউটারের কাজ শুরু করেছিলেন মাত্র ১৩ বছর বয়সে। তিনি বলেন যত দ্রুত কাজ শুরু করা যায়, সফল হওয়ার সম্ভাবনাও তত বেশি থাকে। তাই স্বপ্ন এবং আইডিয়াকে নিজের মধ্যে না রেখে যত দ্রুত সম্ভব কাজ শুরু করা উচিত।
নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করুন
বিল গেটস বলেন নিজেকে নিজের বস হতে হবে। নিজের স্বপ্ন পূরণে নিজেকে নিয়োগ করতে হবে। তাহলে সফলতা আসবেই।
ভুল থেকে শিখুন
বিল গেটসের মতে সফলতার অন্যতম সূত্র ভুল থেকে শিক্ষা গ্রহণ করা। ভুল হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তাই ভুল হলে লজ্জা বা ভয় না পেয়ে ভুল থেকে শিক্ষা নিতে হবে।
জীবন একটা স্কুল
তিনি বলেন জীবন থেকে অনেক কিছুই শেখার আছে। এখান থেকে প্রতিনিয়ত শিখতে হয়। তার মতে জীবন একটা স্কুল। এরচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান আর কিছুই হতে পারে না। যতই প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকুক না কেন জীবনের চালেঞ্জ মোকাবেলা করতে পারাটাই আসল।
সমালোচনা গ্রহণ করুন
সমালোচনাকে সাদের গ্রহণ করতে বলেছেন বিল গেটস। তিনি তার বিজনেস অ্যাট দ্য স্পিড অব থট বইতে বলেছেন, সমালোচনা ভালো কিছু করতে উৎসাহ যোগায়। সমালোচনা হতে পারে শেখার সবচেয়ে বড় উৎস।
সবকিছু মন মতো হয় না
জীবনের সবকিছু মন মতো হয় না। সবকিছু নিজের নিয়ন্ত্রণেও থাকে না। হাঁটতে গিয়ে হোঁচট খেতে হয়, পড়েও যেতে হয়। কিন্তু বারবার উঠে দাঁড়াতে হবে।