নিউজ ডেস্ক: তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকরের জন্য বাংলদেশ সরকারের কাছে দাবি জানিয়েছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনি।
এক বিবৃতিতে তিনি বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে
জন্ম নেয়া বিএনপি সবসময় ইতিহাস বিকৃতির মাধ্যমে দেশ ও জাতিকে বিভ্রান্ত করতে চেয়েছে।
গত ২৬ মার্চ তারেক জিয়া ভিডিও বার্তার মাধ্যমে বিতর্কিত কথা বলে নিজের কুলাঙ্গার চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
তারেক জিয়াকে উদ্দেশ করে এম এ গনি বলেন, সৎ সাহস থাকলে বিদেশে বসে মিথ্যাচার না করে বাংলাদেশে যেয়ে কথা বলেন। তখন বুঝতে পারবেন দেশের মানুষ আপনাকে কতখানি ঘৃণার চোখে দেখে।