বিনোদন ডেস্ক:আজকাল কুমারিত্ব ফেরানোর জন্য অনেকেই অপারেশন করাচ্ছেন বলে মন্তব্য করেছেন অভিনেত্রী পিয়া বাজপেয়ী। সম্প্রতি তিনি এ বিস্ফোরক মন্তব্য করেন।
পিয়া বলেন, মেয়েদের কুমারিত্ব নিয়ে আধুনিক পুরুষরা না ভাবলেও সমাজের ভাবনা রয়েছে। সে কারণেই অনেক ছোট শহরে কুমারিত্ব ফিরে পাওয়ার জন্য অপারেশন করান নারীরা। আমার ছবি দ্য ভার্জিনেও এই বিষয়টা রয়েছে।
তিনি আরো বলেন, এখনকার দিনে বিয়ের আগে বেশির ভাগ ছেলে-মেয়েরই প্রেমের সম্পর্ক থাকে। স্বাভাবিকভাবেই সেখানে শারীরিক সম্পর্ক হয়। পরে যখন সেই সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে অন্য কোথাও মেয়েটি বিয়ে করে তখন কুমারিত্ব ফেরানোর অপারেশন করিয়ে নেয় অনেকেই। কারণ সমাজে এখনো এটা নিয়ে ট্যাবু রয়েছে।
পিয়া প্রথমে দক্ষিণী সিনেমা দিয়ে তার ক্যারিয়ার শুরু করেন। এরপর হিন্দী সিনেমাতেও অভিনয় করছেন। তাছাড়া একটি ইংলিশ সিনেমাতেও দেখা গেছে নায়িকাকে।
গত বছর শর্ট ফিল্ম ‘দ্য ভার্জিন’ দিয়ে জনপ্রিয়তা পায় পিয়া। চলতি বছর অভিনয় করছেন ‘মির্জা জুলিয়েট’ নামের একটি ছবিতে। রাজেশ রাম সিং পরিচালিত ‘মির্জা জুলিয়েট’ ছবিতে তার বিপরীতে রয়েছেন দর্শন কুমার। সবকিছু ঠিক থাকলে আগামী ৭ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।