পাকিস্তানের সঙ্গে ম্যাচ টাই করে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক: আগেই নিশ্চিত হয়েছে বাংলাদেশ দল ইমার্জিং কাপের সেমিফাইনালের খেলা। গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়ে সেই নিশ্চয়তা পেয়ে যায় মুমিনুল হকের দল। পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটি তাই স্বাগতিকদের জন্য আনুষ্ঠানিকতা!তবে এই ম্যাচটি
মুমিনুলদের জন্য ছিল গুরুত্বপূর্ণও। কারণ গ্রুপপর্বের শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েই শেষ চারের লড়াইয়ে নামবে বাংলাদেশ।

তবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ (বৃহস্পতিবার) পাকিস্তানের সঙ্গে টাই করেছে বাংলাদেশ। তারপরও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে উঠল স্বাগতিকরা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৩ রান তোলে পাকিস্তান। জবাবে ৮ উইকেটে বাংলাদেশও তুলেছে ২৩৩ রান।

 

Check Also

বাংলাদেশের ম্যাচসহ বিশ্বকাপের সুপার সিক্সের পূর্ণাঙ্গ সূচি

সংবাদবিডি ডেস্ক ঃ দক্ষিণ আফ্রিকার মাটিতে চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জটিল ধরণের এক ফরম্যাট উপহার দিলো …