নাসিরপুরের জঙ্গি আস্তানার মুল অপারেশন শেষ

মৌলভীবাজার প্রতিনিধিঃমৌলভীবাজারের দুটি জঙ্গি আস্তানার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আসা কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মোঃ মনিরুল ইসলাম বলেছেন, আমি এলাকা দুটি রেখি করলাম। বৈরি আবহাওয়ার কারণে এখন পর্যন্ত অভিযান শুরু করা সম্ভব হয়নি। আমরা নতুন করে অভিযানের পরিকল্পনা করছি। আশা করছি শ্রীঘ্রই অভিযান শুরু হবে। দুটি স্থানে কতজন জঙ্গি আছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনুমানের উপর কে আছে বা কতকজন আছেন বলা যাচ্ছে না।

এদিকে ভোর থেকে থেমে থেমে বৃষ্টির কারণে পুরোদমে নাসিরপুরে অভিযান শুরু করতে না পারলেও গতরাতের অভিযান স্থগিতের পর দ্বিতীয় দফায় সকাল ১১টা ২০ মিনিট থেকে অভিযান শুরু হয়েছে বলে একটি নির্ভর যোগ্য সূত্রে জানা যায়। বৃহস্পতিবার ( মার্চ ৩০) বেলা ১১টা ৫ মিনিটে জঙ্গি আস্তানায় এসে পৌঁছান মনিরুল ইসলাম। তার সঙ্গে আছেন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্র্মতারা।

এ সময় বড়হাটের জঙ্গি আস্তানার চারপাশ ঘুরে দেখেন মনিরুল। পাশাপাশি সন্ধ্যা থেকে সেখানে অবস্থানরত ক্রাইম রেসপন্স টিম (সিআরটি) কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এরপর বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। মনিরুল সাংবাদিকদের বলেন, আপনারা অবগত আছেন, একই সঙ্গে দুটি জঙ্গি আস্তানায় অভিযান চলছে। একটি আস্তানায় গতকাল অভিযান শুরু হয়েছে। সেখানে অভিযান অব্যাহত আছে। সকালে আজ আমরা অভিযান আবার শুরু করতে পারিনি  বৃষ্টির কারণে। সেখানে এখন আবার অভিযান চলছে। ওটা শেষ করেই আমরা এটা শুরু করবো। সে পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে।

তিনি আরো বলেন, আমরা এই আস্তানাটি ঘুরে দেখলাম, রেকি করেছি। পরিকল্পনা করছি। নাসিরপুর অভিযান সম্পর্কে তিনি বলেন, ওই ভবনটি পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার পর বলা যাবে ওখানে কয়জন আছে এবং কি পরিমাণ বিস্ফোরক আছে। তার আগে কিছু বলা যাবে না। এদিকে সকালে মৌলভীবাজার-সিলেট মহাসড়কের কনকপুর এলাকায় ঝড়ে একটি বড় গাছ রাস্তার ওপর ভেঙ্গে পড়ে। ফলে মৌলভীবাজার শহরের সঙ্গে নাসিরপুরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।বিকল্প পথটিও সরু হওয়ায় গাড়ি ঢুকতে পারছে না সেখান দিয়ে। এতে বিলম্বিত হয় নাসিরপুরে সোয়াট টিমের অভিযান। আতঙ্ক আর উৎকন্ঠায় এই গ্রামে আজকের সকালটা স্বভাবতই একটু ভিন্ন। জঙ্গি আস্তানার আশপাশ ও পুরো গ্রাম যেন নিস্তব্ধ। মাঝে মাঝে আইন শৃঙ্খলা বাহিনীর দু-একটা গাড়ির সাইরেনের আওয়াজ আর গৃহস্থালির মোরগ গুলোর কুক্কুরুক্কুর ডাক ছাড়া আর যেন কোনো শব্দ নেই। জঙ্গি আস্তানার পাশেই মূল সড়কে দাঁড়িয়ে আছে র্র্যাব-পুলিশ-সোয়াট টিমের কয়েকটি গাড়ি, এ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি। একটি সূত্র জানিয়েছে নাসিরপুরে মূল অপারেশন শেষ, এখন রি-চেক চলছে।

 

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …