কুসিকে ভোট সুষ্ঠু হচ্ছে: সিইসি

নিউজ ডেস্ক: কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও শন্তিপূর্ণ হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

তিনি বলেন, ভালোভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। এর আগে সকাল ৮টায় কুসিকের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত।

এরইমধ্যে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আঞ্জুম সুলাতানা সীমা ও ধানের শীষ প্রতীকের

প্রার্থী মনিরুল হক সাক্কু নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ সময় আঞ্জুম সুলতানা জনরায় মেনে নেয়ার কথা জানিয়েছেন। আর বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ ছাড়া নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনিও ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেয়ার কথা জানান।

প্রসঙ্গত, কুমিল্লা সিটি কর্পোরেশনে ওয়ার্ড রয়েছে ২৭টি। মোট ভোটার ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২ হাজার ৪৪৭। মহিলা ভোটার ১ লাখ ৫ হাজার ১১৯ জন। মোট ভোট কেন্দ্র ১০৩। ভোট কক্ষ ৬২৮। মোট ভোট গ্রহণ কর্মকর্তা ১৯৮৭ জন।

এই নির্বাচনে মেয়র পদে ৪ জন ও কাউন্সিলর পদে ১৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল লড়াই হচ্ছে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ও বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কুর মধ্যে।

 

Check Also

পাটুরিয়ায় ফেরি ডুবি, ১০ জনকে জীবিত উদ্ধার

সংবাদবিডি ডেস্ক ঃ বাল্কহেডের ধাক্কায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ নদীতে নোঙর করে রাখা রজনীগন্ধা নামের ছোট …