নতুন ছবিতে রজনীকান্ত

নতুন ছবিতে রজনীকান্ত

বিনোদন ডেস্ক :

বয়সকে কীভাবে জয় করতে হয় তার উজ্জ্বল দৃষ্টান্ত তামিল সুপারস্টার রজনীকান্ত। ৬৬ পেরিয়েও তিনি এখনো নায়ক। পঁচিশ-ত্রিশ বয়সী নায়িকাদের সঙ্গে রোমান্স করেন বেড়ান পর্দায়। ধুম ধাড়াক্কা পেটান ভিলেনদের। আর তার এইসব কান্ডকীর্তি দেখতে দর্শকদের উপচে পড়ে ভিড় সিনেমাহলগুলোতে। শুধু তাই নয়, সরকারি ছুটি ঘোষণাও হয় রজনীকান্তের ছবি মুক্তির দিন।

এই সুপারস্টারের সর্বশেষ ছবি ছিলো তামিল গ্যাং স্টার ছবি ‘কাবালি’। সেই ছবির অভূতপূর্ব সাফল্যের পর আরও একটি নতুন একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি। নতুন এই ছবিটির খবর জানিয়েছেন প্রযোজক ধানুশ।

ছবিটির নাম উল্লেখ না করে দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়, আগামী মে মাসেই শুরু হবে রজনীকান্তের নতুন ছবিটির শুটিং। এর প্রযোজনা-পূর্ব কাজ পুরোদমেই চলছে। ছবিটি পরিচালনা করবেন রনজিৎ। ছবিতে নায়িকা কাস্টিং নিয়েও থাকমে চমক! ছবিটি চলতি বছরেই মুক্তি দেয়া হবে।

নতুন ছবিতে রজনীকান্ত

Check Also

মাহির সেই ভিডিও প্রকাশ করেছিলেন অভিনেত্রী রিমু

সংবাদবিডি ডেস্ক ঃ সম্প্রতি ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী সামিরা খান মাহির মেকাপ ছাড়া একটি …