আন্তর্জাতিক ডেস্ক: মারজুয়ানা যার সহজ নাম গাঁজা অথবা উইড। গাঁজাকে নেশাগ্রস্থরা নেশার রাজা বলে পরিচয় দেয়। গাঁজা সেবনের মাধ্যমে মানব দেহে অনেক ক্ষতি হওয়ার পরেও এরকম একটি দ্রব্য সেবনকে বৈধ বলে ঘোষণার সিদ্ধান্ত নিলেন কানাডা সরকার।
সোমবার কানাডায় গাঁজা সেবনকে ১ জুলাই ২০১৮ হতে আইনী বৈধতা পাবে বলে জানায় সিনিয়র সরকারি কর্মকর্তা। বিনোদনমূলক কারণে ১০ এপ্রিল আইন প্রবর্তনের সময় গাঁজা সেবন বৈধতা পাবে বলে জানায় কানাডার জাস্টিন ট্রুডো সরকার।
গাঁজা সেবনের বৈধতা পেলেও দ্রব্যটি নাবালকদের নাগালের বাইরে রাখার বিষয়টি বিবেচনায় রেখেছেন ট্রুডো।তিনি জানিয়েছেন,১৮ বছরের কম বয়সের কেউ গাঁজা সেবন ও কেনা-বেচা করতে পারবে না।
ট্রুডো তার বক্তব্যে আরো বলেন, কানাডিয়ান ব্রডবাস্টিং কর্পোরেশনের (সিবিসি) আইন অনুযায়ী গাঁজার মূল্য নির্ধারণ ও কেনা-বেচা হবে। কানাডিয়ান সরকার এক প্রতিবেদনে জানায়, যারা গাঁজা চাষ করতে চায়, তারা ৪ টির বেশী গাঁজার গাছ রোপণ করতে পারবে না। সূত্রঃ দ্য ইন্ডিপেনডেন্ট,
Check Also
বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির
সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …