বিনোদন ডেস্ক : বউ সেজে বসে আছেন পড়শি। পাশে বর সেজে জুয়েল মোর্শেদ। একজন চ্যানেল আইয়ের ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন আর অন্যজন সুরকার ও সংগীত পরিচালক।
ফেসবুকে এই ছবি দেখে অনেকেই অবাক, ব্যাপার কী! ব্যাপার কিছুই না, বাস্তবের কোনো ঘটনা নয় এটি। বিয়ের সাজে পড়শি ও জুয়েল নিজেদের নতুন একটি গানের মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন।
গানের শিরোনাম ‘মন ভুইলা’। গানটি গেয়েছেন পড়শী ও জুয়েল মোর্শেদ। আর এই মিউজিক ভিডিওর শুটিংয়ের জন্য দু’জনকে বর-কনের সাজে দেখা গিয়েছে। পড়শি এখানে গ্রাম বা মফস্বলের বউ সেজেছেন।
বউ সেজে নিজেকে কেমন লেগেছে সে প্রসঙ্গে পড়শি বললেন, ‘বিয়ের সাজে নিজেকে সাজাতে গিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। আর বউ সেজে শুটিং করা, বাপরটা মোটেও সহজ কাজ না।’
‘মন ভুইলা’ গানের কথা লিখেছেন, সুর ও সংগীতায়োজন করেছেন তানজিব সারোয়ার। গানটির মিউজিক ভিডিও তৈরি করা হচ্ছে পহেলা বৈশাখের জন্য। -তথ্যসূত্র : চ্যানেল আই
Check Also
বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির
সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …