স্পোর্টস ডেস্ক:প্রথম দল হিসেবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে নিজেদের যায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বুধবার সকালে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। কৌতিনিয়ো-নেইমার-মার্সেলোর গোলে ৩-০ গোলের জয় পেয়ে বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে তারা। আর এই জয়ে বিশ্বকাপের সকল আসরের মূল পর্বে অংশগ্রহণের রেকর্ডটি অক্ষুণ্ণ রেখেছে তারা।
ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। সুযোগও চলে আসে শুরুতেই। তবে নেইমারের ফ্রি-কিক থেকে গোল করতে ব্যর্থ হয় পাওলিনিয়ো। এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল প্যারাগুয়েও তবে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেনি গঞ্জালেজ।
তবে খেলার প্রথম হাসি হেসেছে ব্রাজিল। ম্যাচের বয়স যখন ৩৪ মিনিট তখন ব্রাজিলের হয়ে প্রথম গোল করেন লিভারপুল তারকা কৌতিনিয়ো। পাওলিনিয়োর থেকে বল পেয়ে দূর পাল্লার এক শটে লক্ষ্যভেদ করেন তিনি। ফলে প্রথম গোলের আনন্দে ভাসে ব্রাজিল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই প্যারাগুয়ের ডিফেন্সকে চ্যালেঞ্জ করতে থাকে ব্রাজিল। খেলার ৪৯তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে লক্ষ্যভ্রষ্ট শট করে পাওলিনিয়ো। পরের মিনিটে আবারো সুযোগ আসে নেইমারের কাছে কিন্তু গোল করতে ব্যর্থ হন তিনিও।
খেলার ৫৩ মিনিটে রেফারির ভুল ডিসিশনে পেনাল্টি পায় ব্রাজিল। তবে নেইমারের নেয়া দুর্বল পেনাল্টি শটটি আটকে দেয় প্যারাগুয়ের গোল রক্ষক। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ার অপরাধবোধ হয়তো পোড়াচ্ছিল নেইমারকে। তবে সেই মিসের প্রায়শ্চিত্ব হিসেবে খেলার ৬৪তম মিনিটে ব্রাজিল দলের লিড ২-০ করেন তিনি। খেলার ৭২ মিনিটে আবারো গোল করেছিলেন নেইমার তবে অফসাইডের কারণে বাতিল হয় গোলটি।
প্যারাগুয়ের জালে শেষবারের মত বড় জড়িয়ে জয়ের ব্যবধান ৩-০ করেছেন মার্সেলো। কৌতিনিয়োর থেকে বল পেয়ে গোল রক্ষকের উপর দিয়ে বলকে জালের ঠিকানা দেন এই রিয়াল তারকা। ফলে নির্ধারিত সময়ের খেলা শেষে ৩-০ ব্যবধানের জয় পায় ব্রাজিল।
এ জয়ে ১৪ ম্যাচে ব্রাজিলের পয়েন্ট ৩৩। ফলে প্রথম দল হিসেবে ২০১৮ বিশ্বকাপের টিকিট পেলো তারা।