পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ: সম্মেলন বয়কট যুক্তরাষ্ট্রসহ ৪০ দেশর

আন্তর্জাতিক ডেস্ক-:জাতিসংঘের আয়োজিত পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ বিষয়ক এক আলোচনা অনুষ্ঠান বয়কট করেছে যুক্তরাষ্ট্রসহ ৪০ দেশ।

সোমবার বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র পুরোপুরি নিষিদ্ধ করা নিয়ে জাতিসংঘের প্রথম পর্বের আলোচনা শুরু হয়েছে। এতে ১০০টিরও বেশি দেশ যোগ দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স, বিবিসি, ডয়েচে ভেলসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

জাতিসংঘের এই উদ্যোগ একটি কূটনৈতিক মাইলফলক এবং এটি নিরস্ত্রীকরণের পথে সবচেয়ে বড় অগ্রগতি বিবেচিত হতে পারতো, যদি বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশগুলো এতে যোগ দিত বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র পুরোপুরি নিষিদ্ধ করার প্রস্তাবটি তুলেছিল সুইডেন। অস্ট্রিয়া, আয়ারল্যান্ড, মেক্সিকো, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা প্রস্তাবটির পক্ষে সমর্থন দিয়েছিল।

২০১৬’র অক্টোবরে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করতে আইনগতভাবে বাধ্য করার একটি চুক্তি করার প্রস্তাব দেয় জাতিসংঘ, এ নিয়ে সম্মেলনের পরিকল্পনাও ঘোষণা করে।

যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, ইসরায়েল প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। পারমাণবিক বোমা হামলার শিকার বিশ্বের একমাত্র দেশ জাপানও বিপক্ষে ভোট দিয়েছিল।

আরো ৩০টি দেশ সম্মেলনে যোগ না দেওয়ার কথা ঘোষণা করে এবং পূর্ব ঘোষণা অনুযায়ী প্রায় ৪০টির মতো দেশ সম্মেলন বয়কট করে।

এরপর, সোমবার ১২০টিরও বেশি দেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করতে আইনগতভাবে বাধ্য করার একটি পরিকল্পনা অনুমোদন করেছে।

কিন্তু যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হ্যালি বলেছেন, “জাতীয় নিরাপত্তার জন্য পারমাণবিক অস্ত্র প্রয়োজন কারণ ‘খারাপ চরিত্রদের’ বিশ্বাস করা যায় না।”

সম্প্রতি উত্তর কোরিয়া পারমাণবিক বোমা ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির পরীক্ষা চালিয়ে যাচ্ছে। যে কোনো ধরনের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে দেশটির ওপর জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা আছে। কিন্তু ঘনিষ্ঠ মিত্র চীনসহ বিশ্ব সম্প্রদায় সতর্ক করার পরও তারা পরীক্ষা বন্ধ করেনি।

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …