ছেলের আশায় একে একে ১১ মেয়ে

আন্তর্জাতিক ডেস্ক: কন্যাসন্তান বাঁচাতে, তাদের অধিকার রক্ষার্থে সরকার যতই বলিষ্ঠ পদক্ষেপ নিক-না কেন ভারতে ছেলেসন্তানের প্রতি তীব্র আকর্ষণ এখনও বহাল রয়েছে। আরও একবার তার প্রমাণ দিল কর্নাটকের এক পরিবার।

পুত্রসন্তানের আশায় ১৫ বছরে একে একে ১১ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন কর্নাটকের থুমাকুরু জেলার এক দম্পতি।

অবশেষে ১২ বারের মাথায় শুক্রবার এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ওই মা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

২০০২ সালে বিয়ে হয়েছিল কুরিকেনাহালির রিষনা এলাকার রামাকসনা এবং ভাগ্যাম্মার। প্রথম থেকেই পুত্রসন্তানের ইচ্ছা ছিল তাদের। ২০০৩ সালে প্রথম সন্তানের জন্ম দেন ভাগ্যাম্মা। কিন্তু মেয়ে হওয়ায় মন থেকে মেনে নিতে পারেননি। পুত্রসন্তানের ইচ্ছায় গত ১৫ বছরে আরও ১০ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। তবে তাদের পঞ্চম ও অষ্টম মেয়ে প্রসবের সময় মারা যায়।

সম্প্রতি কুরিকেনাহালির প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ১২তম সন্তানের জন্ম দিয়েছেন ভাগ্যাম্মা। অবশেষে পুত্রসন্তানের জন্ম লাভ করায় বেশ খুশি এ দম্পতি।

রামাকসনা জানান, ‘আমি এবং আমার স্ত্রী প্রথম থেকেই চেয়েছিলাম আমাদের ছেলে হোক।

 

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …