আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে মেয়েদের বাল্যবিবাহ দেওয়া নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। অল্প বয়সে বিয়ে দেওয়া নিয়ে কোনো না কোনো সমস্যা যেন এই দেশের সাধারণ চিত্র। তবে ইয়েমেনে দেখা গেল সম্পূর্ণ বিপরীত চিত্র। সেখানে অবিবাহিত নারীর সংখ্যা প্রায় ২৫ লাখ ছাড়িয়ে গেছে।
পরিসংখ্যাণ অনুযায়ী প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, অবিবাহিত প্রায় ৫০ হাজার নারীর বয়স ৩০ ছাড়িয়েছে। তবে ইয়েমেনের এমন শোচনীয় পরিস্থিতি সত্ত্বেও দেশটির পরিবারগুলোতে প্রাতিষ্ঠানিকভাবে কোনো জরিপ করা হয়নি।
প্রাথমিক সূচক অবিবাহিত নারীর সংখ্যা ২.৫ মিলিয়ন (২৫ লাখ) নিশ্চিত করেছে। ২০০৯ সালের প্রতিবেদন অনুযায়ী, অবিবাহিত নারীর সংখ্যা ছিল ২ মিলিয়ন (২০ লাখ)। তবে ২০১৬ সালে এই সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা আরব দেশের মধ্যে ইয়েমেনের অবস্থান ৯ম।
এই গুরুত্বপূর্ণ সামাজিক প্রথায় অবগতির জন্য ইয়েমেনকে সর্বদিক দিয়ে হেয় করা হচ্ছে। গবেষণায় শিক্ষিত কর্মজীবী নারীদের জরিপ প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, যারা সামাজিক কর্মের সঙ্গে কম জড়িত তাদের বিয়ে করার সম্ভাবনা বেশি। আর বিয়ে না হওয়ার কারণ হিসেবে বলা হয়েছে পুরুষরা তাদের থেকে উচ্চশিক্ষিত নারীদের বিয়ে করতে চান না।
এছাড়াও গবেষণায় দেখা গেছে, পুরুষরা তাদের অর্থনৈতিক অবস্থা ও পরিবারের ঐতিহ্য ও অন্যান্য মানের জন্য বিয়ে করতে বিলম্ব করেন। আল আরাবিয়া ২ জন কলেজ শিক্ষার্থীর সাক্ষাৎকার নেয়। জ্যাকরা নামের প্রথম শিক্ষার্থী জানান, তার বয়স ৩০। এখন পর্যন্ত কোনো সুযোগ্য পুরুষ তাকে বিয়ে করার কথা বলেন নি। পুরুষরা অপেক্ষাকৃত কম বয়সী ও স্বল্প মেধাসম্পন্ন মেয়ে খুঁজেন। তাতে নারীরা কোনোরকম বাকবিতন্ডা ছাড়াই তাদের কথা মেনে নেবে।
অন্যদিকে ৪০ বছরের লামিয়া আলী পেশায় একজন শিক্ষক। তিনি এটা মেনে নেন যে বিয়ে করার জন্য তার একটু বেশিই বিলম্ব হয়ে গেছে। সামাজিক গবেষণাবিদ সোলায়মান আব্দুল্লাহ নিশ্চিত করেন যে হুথি বিপ্লবের পরে বিয়ে না হওয়ার এই প্রথা অনেকাংশে বেড়ে গেছে, যা অর্থনীতি ও বসবাসের ব্যবস্থা ক্ষয়ের নেতৃত্ব দিচ্ছে।
তিনি আরোও বলেন, উপজাতিরা তাদের আত্মীয়দেরকেই বিয়ে করার আগ্রহ প্রকাশ করার কারণে এই সমস্যা আরোও প্রকট হচ্ছে। ব্যয়বহুল অনুষ্ঠান পালন নেতিবাচক এই প্রথা অনেকাংশে বাড়িয়ে দিচ্ছে। ৩৮ টি প্রতিষ্ঠান ও দাতব্য সংস্থা এই সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছে। আল আরাবিয়া,
Check Also
বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির
সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …