কান উৎসবে অংশ নিচ্ছেন না দীপিকা

বিনোদন ডেস্ক:মে মাসের মাঝামাঝিতে পর্দা উঠতে যাচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের। এবারের আসরটি হবে ৭০ তম।

৭০ তম আসরে যোগ দেওয়ার কথা ছিল বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের। এমনটাই শোনা যাচ্ছিল এতোদিন।

তবে দীপিক জানিয়েছেন তিনি কান উৎসবে অংশ নিতে পারবেন না। কারণ তিনি এখন ব্যস্ত সময় পার করছেন সঞ্জয় লীলা বানসালীর পদ্মাবতী সিনেমার কাজ নিয়ে।

এই সিনেমাতে নাম চরিত্রেই অভিনয় করছেন তিনি। এজন্য অভিনয়কে বেশি প্রাধান্য দিচ্ছেন তিনি। আপাতত এই চারিত্রের অভিনয়ে ডুবে থাকতে চান।

প্রসঙ্গত, একটি কসমেটিক ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হয়ে কানে অংশগ্রহনের কথা ছিল তার। তার সঙ্গে আরো ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও সোনম কাপুর।

Check Also

বিদেশে নয় দেশের মাটিতেই বিয়ের পরিকল্পনা রকুল-জ্যাকির

সংবাদবিডি ডেস্ক ঃ রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির বিয়ে ২১ ফেব্রুয়ারি। বিয়ের প্রস্তুতি এখন …